কেরালা তিনটি ভৌগলিক অঞ্চলে বিভক্তঃ উচ্চ পার্বত্য ভূমি, যা পশ্চিমঘাট পর্বত থেকে নেমে এসে মিশে গেছে মধ্যভূমির তরঙ্গায়িত পাহাড় উপত্যকায় যা আবার নেমে এসে মিশেছে 580 কিলোমিটার দীর্ঘ নিরবিচ্ছিন্ন তটভুমিতে যেখানে ছবির মত রয়েছে ব্যাক ওয়াটার। বন্যভূমি আচ্ছাদিত হয়ে রয়েছে গভীর অরণ্যে, আন্য অঞ্চল গুলিতে রয়েছে চা ও কফি বাগিচা বা অন্য কোন চাষ। সমগ্র রাজ্যটিই সবুজে আচ্ছাদিত হয়ে রয়েছে যা প্রতি মুহূর্তেই দেয় একটি প্রশান্ত অভিজ্ঞতা।