মৌসুমিবায়ু

 
Monsoon in Kerala

কেরলে এমন অঝোর ধারায় বৃষ্টি হয়না যাতে সকল কাজকর্ম বন্ধ হয়ে যায়। এখানে মাঝে মাঝে রৌদ্রজ্জ্বল সহ কয়েকঘন্টা ধরে বৃষ্টী হয়। মাঝেসাঝে কয়েকদিন ধরে বৃষ্টি হলেও সূর্যালোক দূরে সরে থাকেনা। এই স্বর্ণালী বিরাম জীবনের স্বাভাবিক ছন্দের মধ্যে সমতা রক্ষা করে।

কেরলে মূলত দুই ধরনের মৌসুমি বৃষ্টি হয়। জুন মাসে দক্ষিণপসছিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হয়, তাকে বলে ইডভাপ্পাতি, মালায়লাম ক্যালেন্ডারের ইডভম মাসের মাঝখানে আসে বলে এই নাম হয়েছে।

অক্টোবরের  মাঝামাঝি আসে উত্তরপূর্ব মোউসুমি বায়ু। মালয়লাম ক্যালেন্দার অনুযায়ি একে তুলাম মাস বলা হয় বলে এর নাম হয়েছে তুলাবরশম যার অর্থ হল “ তুলম বৃষ্টি”। বঙ্গোপসাগরে জমে ওঠা জলভরা মেঘ পশ্চিমঘাট পর্বতের পলক্কাড ফাঁক দিয়ে কেরলে এসে পৌঁছোয়। উত্তরপূর্ব মৌসুমি বায়ুর চক্রাকার ধাক্কায় কালোমেঘের পালতুলে ধেঁইয়ে যাওয়ার রূপ শ্বাসরোধক দৃশ্য।

কেরলের শিল্পকলা চূড়ান্ত আত্মোতসর্গ এবং প্রশিক্ষণের দাবি রাখে। এই স্বদেশী শিল্পকলাতে প্রয়োজন দেহের সকল স্নায়ুর উপরে সার্বিক নিয়ন্ত্রণ। এই প্রশিক্ষণের অঙ্গ হিসেবে শিল্পীরা আয়ুর্বেদিক পরিচর্যা করে থাকেন। মৌসুমিবায়ুর সময়ে বিশেষ ধরনের আয়ুর্বেদিক তেল এবং ওষধি শিল্পীদের সারা শরীরে লেপন করা হয়ে থাকে পেশীর নমনীয়তা এবং দৈহিক নৈপুণ্যকে নিশ্চিত করার জন্য।

প্রকৃতি যেহেতু বৃষ্টির দ্বারা ক্ষতিপূরণ করে থাকে , তাই এই সময়টা মানুষেরও নতুন জীবনীশক্তি লাভ করার সময়। আয়ুর্বেদ অনুসারে বর্ষাকাল হল জীবনীশক্তি পরিচর্যার উপযুক্ত সময়, বর্ষাকাল ধুলো-মুক্ত এবং ঠান্ডা থাকে, শরীরের ছিদ্রগুলি সবথেকে বেশী উন্মুক্ত থাকে যার ফলে আয়ুর্বেদিক তেল এবং পরিচর্যা সবথেকে বেশী মাত্রায় গ্রহণ করতে পারে।

District Tourism Promotion Councils KTDC Thenmala Ecotourism Promotion Society BRDC Sargaalaya SIHMK Responsible Tourism Mission KITTS Adventure Tourism Muziris Heritage

টোল ফ্রি নম্বর: 1-800-425-4747 (শুধুমাত্র ভারতের মধ্যে)

ডিপার্টমেন্ট অব ট্যুরিজম, গভর্মেন্ট অব কেরল, পার্ক ভিউ, কেরল, ইন্ডিয়া- 695033
ফোনঃ +91 471 2321132, ফ্যাক্সঃ + 91 471 2322279, ইমেল: info@keralatourism.org.
সমস্ত স্বত্ব © কেরল পর্যটন 2020. কপি রাইট | ব্যবহারের নিয়ম | কুকি নীতি | যোগাযোগ করুন
আই এন ভি আই এস মাল্টিমিডিয়া দ্বারা বিকাশকৃত এবং রক্ষিত।

×
This wesbite is also available in English language. Visit Close